সোমবার, ৮ নভেম্বর, ২০১০

কবিতা >> ফেরারী ভাবনা : নাজমুল হাসান

ফেরারী ভাবনা

নাজমুল হাসান

আমাদের বিষণ্নতার একমাত্র সঙ্গী
একটি শলাকা - একটি কাঠি
আহা! বসে-বসে, হেঁটে-হেঁটে
মেঘের কুণ্ডুলি বানাই - বিনির্মাণ করি দুঃখ
পাখির পালকের মত কষ্ট, নিঃসঙ্গতা
উড়ে-উড়ে বেড়ায় বিবর্ণ নীলিমার মাঝে
আমরা তখন স্রষ্টা
সৃষ্টি করি নিত্য নতুন উল্লাস
কখনো অজান্তেই ডুবে যাই বিপাশা নদীতে!
অথচ দু’ পা এগোলেই কবিতা
দুমড়ে-মুচড়ে দেয় বুকের জমিন
ইদানিং ভাবনাগুলো ফেরারী
হুইসেল বাজিয়েছে
দমিয়ে রাখতে পারি না তাদের

>> পথিক ১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন