বেলাল আহমেদ
প্রতিমার রূপ নয় দেখি নীলআঁচলে আবৃত সুঢৌল শরীর
ভেতরে জেগে উঠা উদ্বেগ,
মদিরার বুজে যাওয়া চোখের সৌন্দর্যে-
কত করাত রাত কেঁটে গেছে বনেদি ভিটায়,
তাই ভালোবাসি এইসব সংগোপন প্রেম
মর্তের চিবুকে উঠে উতলা ঢেউ,
আজকাল আদিজলে অধিষ্ঠিত হলে
তোমাকে দুরে রেখে দিতে হয়,
অথচ এই বেকুবের ছিলে তুমি শেষ সঞ্চয়
ঘোরতর মৌনতার জলে আর কত স্মৃতি,
দৈনতায় ভরে উঠা একগুঁয়ে দাঁত ছিন্ন ভিন্ন করে-
আস্থার শেষ ভিটা মাটি;
তবু জেগে উঠে দৈব্যপ্রেমের গতি...
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন