তৃতীয় মাত্রা
আহমদ আফরোজ
জলের প্রযত্নে লিখে রাখি ধূসর দুরন্তপনাঅবলা বৈঠা মুঠোভরা রোদসমেত নিয়ে যা আমায়
সকরুণ আর্তির কাছে।
খোলসের গান নয় ধাবমান শাঁসের আকুতি
পরাণের হৈ চৈ খৈ ভাজা কড়াইয়ের মতো
হে সূর্য, বহু অন্ধকার চোখের জন্য
তোমার প্রতিনিধি করো
মানুষ যদি আলো হতে বঞ্চিত হয়
তবে তোমার মহিমা কোথায়?
হেঁটে হেঁটে এতো দূর এসেও আরো দূর খুঁজি
কাছে না থাকার দুঃখ জন্মেনি এতোটা দূরত্বের মাঝে
প্রাণের চেয়ে শিল্পের সৌন্দর্য বেশি নয়-প্রকৃতির যশ
অবলীলায় মহাকাশ ছুঁয়ে গেলেও
কারো দাবি নেই ছুঁয়েছে হৃদয়ের অন্ত
হে আকাশ, তোমার বিশালতার সঙ্গী করো
পীড়িত হাড়ের অন্য আকাশ; বাতাসে ছড়ানো আত্মদহন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন