শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> অস্তিত্বের প্রশ্নে দ্বিধাগ্রস্ত : দুর্জয় আহমেদ

অস্তিত্বের প্রশ্নে দ্বিধাগ্রস্ত

রাজু রণরাজ

পাপের পাহাড় হয়ে পৃথিবী
ছেড়ে যেতে যেতে পাপী,
সামনে দাঁড়ানো যমদূতকে বলি
দুর হ’ ভ্রান্তি কল্পনা
বিশ্বাস করি না তোকে,
বিশ্বাস করি না ঈশ্বর।
স্তম্ভিত যমদূত কাঁপে,
যথাসম্ভব দুই হাত ঢুকিয়ে দেই তার কলিজায়
ছিনিয়ে আনি অবিশ্বাসের প্রাণ।
তখন মনের অবচেতন কোণে
মৃত্যু হয় দুটি অস্তিত্বের,
ঈশ্বর ও ঐশ্বরিক ক্ষমতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন