গোড়ালি তফসিল
তাহমিদুর রহমান
বাতাসে উড়ে উড়ে কিছু লাইন এল মাথায়সেভাবেই তাদের আবারো উড়িয়ে দিলাম
আমি কি খুনি? হ্যাঁ,
গ্লানি বেদনার শীতে আমি আজ খুনি; আমাকে
এই অপরাধে রিমান্ডে নিয়ে অসহ্য প্রহারে জিজ্ঞাসাবাদ করা উচিত
তারপর কোর্টে চালান দিয়ে ৩০২ ধারায় দণ্ডিত করা উচিত;
দণ্ডিত হওয়ার পরে আত্মকথনে বলব,
কী লাভ লাইনগুলোর আরাধনা করে?
যখন দেখি মানুষগুলোর চব্বিশটা ঘণ্টা কাটে
পেটের চিন্তায়, আগামীকালের ভাবনায়
নতুন ভ্রুণের রোদনে সামাজিক ঝগড়ায়
তাদের দেখে দেখে অন্ধ অজানাতে নিজেকে দেখি ঈশ্বরের হাতে
তখন মানুষগুলোর জন্যে আমি নিজেই হাজারটা কবিতা...
যাকগে সে আলোচনা, অনেকের কাছে এলেবেলে কথা
এখন অলস শীতকাল; নিষ্প্রাণ দিনের
কাঁচা রোদে বসে কুঁড়েমির এখনই সময়
লেপমুড়ি দিয়ে শুয়ে থাকাই এখন একমাত্র কাজ,
অন্যের মতই শুরু করি নীরবে দিনাতিপাত;
বহু বহুবার আমি অসহ্যকে দেখে ব্যথিত হয়েছি
ভিড় করা মেঘগুলোকে তাড়াতে গিয়ে
জীবনের সব হিসেব করা ছেড়ে দিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন