শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> খামার : মুরাদুল ইসলাম

খামার

মুরাদুল ইসলাম 

রৌদ্রতে আজ কেউ এলো না
আমার দিন কেটে যায় ত্রিকাল তপস্যায়
মদ্যশালায় সাধনা আমার শুদ্ধ ঋষির
হাওয়ার মাঝে লাঙল চালাই
অর্জিত জ্ঞান বিদ্যা আছে সুস্থ কৃষির
সাধক আমি, খাদক আমি
করুণ কাঠের সুন্দরীদের মাদক আমি, যাচ্ছেতাই
আঙুলজুড়ে নেশাগ্রস্ত পাঁচটি জাহাজ
চোখের মাঝে খোল নলচে বদলে দেওয়ার বিষণ্ন কাজ
নিঃশেষিত ইন্দ্রিয় ঘ্রাণশক্তি আমার
নশ্বরতায় নিপতিত কোষ অসংখ্য, মানব খামার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন