শনিবার, ৬ নভেম্বর, ২০১০

কবিতা >> সঞ্চিতা : অর্কিড

সঞ্চিতা

অর্কিড

অনিশ্চয়তার জীবনজানি’
আসিলে যে তুমি,
সন্ধ্যা প্রদীপ হাতে -
সূর্যাস্তের ক্ষীণ আলো
আমার অস্তাচলাকাশে
অভ্যন্তরীন ফল্গুধারায়
নিকাশি’ অমৃত বারি -
শুষ্ক বৃক্ষ - শাখে
আনি’ সবুজ কিশলয়ে
নিদাঘের খরতাপে শ্রান্ত
মাধুরীহারা ভুবনে -
নববর্ষাগমনে, গগনে
আনি’ ঘনঘোর নিরদে
বরষি’লে নব বারিধারা
দগ্ধ ভুবনে।
শ্রাবণে শ্রাবিত তব
অমৃত বাণী সম
সুমধুর সুললিত গীতি
সজীবিত হয় মম
মুমূর্ষু পঙ্কজবীথি।
শীতোষ্ণ ঋতুরানীর প্রাতে
শুভ্র শেফালি সুবাসে
সন্তাপিত হৃদয়াঙ্গন
শারদোৎসবে আনো আনন্দকন্দ
করি’ আপনার চিত্ত উন্মোচন।
কাব্যিক ছন্দে ভরা
রূপ, ছন্দমতী ছান্দসী
সোনালী শস্য সম্ভার
প্রতিশ্রুতি হরিৎ প্রান্তরে
হৈমন্তিকা, তুমি অধিষ্ঠাত্রী।
শীতাগমে শীতাংশুসম
শীর্ণা ঝরণা কোলে
বিরাজো কুহেলিকা
মম ভাবশ্রয়ী রসাত্মকে
ভানুজ্জ্বল কিরণ সঞ্চিতা।


মরিয়নী, অসম

>> পথিক ১৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন