বিধ্বস্ত নীলিমা
শফিউল আজম
আহারে স্বদেশ আমার-
কলমির বন নেই আর, আছে ঝাউবন
তাও বুকের মাঝখান দিয়ে পাথুরে সড়ক
ইলেকট্রিক ব্যাটে মশকীর সশব্দ মড়ক।
লোহার উপর বউ-পেটানোর ভঙ্গিমায় হাতুড়ি চালাচ্ছে বেধরক।
উদ্ধত স্তন তবু, স্তনে স্তনে পর-পুরুষের দাঁত
দেশের শরীর ভুলে যায় সমস্ত আঘাত
রাতে চর্বি, দিনে-দুপুরেও তাই, এ শহর ভুলে গেছে হা-ভাত।
আকাশেও ফাটল ধরেছে, ডাকতো নীলিমা এককালের কবিরা
মাথার উপর নীলিমা নেই আর, রাতের সড়কেই শুধু
ঘুরে-ফিরে সহস্র নীলিমারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন