শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> বইমেলা ২০১৪ : রবিউল মানিক

বইমেলা ২০১৪

রবিউল মানিক

কড়ুই গাছের নীচে বাঁধানো চত্বর
রঙিন মুখোশ পরা বন্ধুরা আসছে
সদৃশ্য হাত প্রেমিকার বাহুলগ্ন; সূর্যপুষ্প হলুদ,উজ্জ্বল সূর্যাধার
কোন প্রান্তর জ্বলছে
ফিদা হুসেনের তুলি, প্যাস্টেল, স্প্যাচুলা
জন্মের পেছনে জন্ম

আমার প্রেমিকা নেই...  শৈশবে একটা নদী ছিল
আর একজন দেবী
সব সমর্পণ সমুদ্রের দিকে ফেলে
অবশেষে মরা খাল
দখলের মহোৎসবে কাটা পড়ে গেছে কাশবন
অস্তগামী চাঁদের তলায় সেই দেবী, তার এলোচুল
ঠোঁটের বাঁকানো হাসি, চিকন কোমর, সাদা পেট...

শান বাঁধানো চত্বরে ঠোঙা ভর্তি বাদাম দু’ হাতে
জনস্রোত ভাঙে একে ওকে ডাক দিই
যুগযুগান্তে প্রত্যেক মুখে খুঁজি : সূর্যোদয়, সূর্যাস্তসকল, কবি, চিত্রকর

নিজের বিরুদ্ধে বিদ্বেষের ঘৃণা
সারি সারি অন্ধকার, একরোখা স্বপ্ন
এক বজ্রপাত থেকে আরেক বজ্রপাতের মধ্য মুকুল ঝরছে

সৌরভে উন্মাদ মানুষ ছুটছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন