রবিবার, ৭ নভেম্বর, ২০১০

কবিতা >> বিপদসংকেত : সজল ছত্রী

বিপদসংকেত

সজল ছত্রী

সান্নিধ্য এড়িয়ে চলো, আমি খুব বেদনাবাহক

যারা ঝড়ে টিকে থাকে বেদনাবাহিত
তাদের বীরত্ব নিয়ে অনেকেই প্রসংশামুখর
তবুও সংকেত মেনে যারা দূরে যায়
তারাই এড়াতে পারে সমূহ আপদ

নৈকট্য বর্জন করো, আমি ভারি ব্যথা উৎপাদক

নূপুর বাজিয়ে যারা চলে যায় তারাই বিজয়ী
তাদের তৃপ্তিগাঁথা মুদ্রিত না হতে পারে তবু
এসে ও গিয়েই যারা আমোদ পেয়েছে
তারাই জীবনে সুখী, হাসি আর স্বজনশোভিত

আমাকে নিয়ো না সাথে, আমি তীব্র দুঃখ উপাসক

আমাকে নিলেই সাথে পথ হবে ভুল
আমাদের মাঝখানে ক্লান্তি এসে যাবে
বিস্ফোরণ হয়ে যাবে পিনের পতনে
পাবে যা বস্তুগত তার চেয়ে অধিক হারাবে।

>> পথিক ১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন