আহমাদ সাদিক
পাহাড়ের চূড়ায় দাঁড়ানো দৃষ্টি ঝর্ণার খোঁজে অরণ্য প্রহরী
নৈঃশব্দ রাতের ঝিঁঝিঁ পোকা, আমাকে বলে দাও
কোথায় লুকিয়ে আছে ঝর্ণার হৃদয়?
ওখানে ভেজাবো শুষ্ক জিহ্বা।
বেদনার নীলমাল্য আকাশের গলে ঝুলন্ত
জীবনের পরাজয়ে আমাকে পরাবে
ভাবনায় প্রত্যাশার দীপ্ত প্রস্ফুট
আবাবিলের কান্না নিঃসৃত ক’ ফোঁটা অশ্রু-
শূন্য জোড়া হাতে
বাঁ হাতের অশ্রু হারিয়ে অজানায়
জিহ্বার স্পর্শ পূর্বে হাতের তালুয় দস্যু ঘূর্ণি
আর আমি এখন হাতের অশ্রুয় চেয়ে চেয়ে রাতের প্রহরী।
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন