জন্ম ও বিশ্বাস
সৈয়দ শিশির
এ পৃথিবীতে আসবো এমন কোনো ভাবনা
কখনো আমার ছিল না;
অর্থাৎ, আমি জন্মগ্রহণ করিনি। বলা যায় -
বিশেষ কোনো পরিস্থিতি অথবা প্রক্রিয়ার শিকার;
যেমন - সুইচ টিপলে ঘুমন্ত বাতি জ্বলে ওঠে।
জীবনের খেলাঘরেও কাউকে বিশ্বাস করতে চাইনি।
ফুটন্ত গোলাপ, প্রস্ফুটিত গোলাপ কিংবা পদদলিত গোলাপ
কোনোটাতেই আমার বিশ্বাস ছিল না। বলা যায় –
বিশ্বাস করতে বাধ্য হয়েই বিশ্বাসহারা হয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন