সাবিত্রী গাইন নীলিমা
বাস্তবতার হাতে পিষ্ট হয়ে
আমি আজ হয়রান।
নিয়ত লালসার কপট দোর খুলে যায়,
বাসনার এলাপাথাড়ি খেলায়।
অনন্ত জীবন পিপাসা
অপেক্ষার প্রহর গোনে
শূন্যতার আগমনে
দূর অন্ধগলির ধোঁয়াটে আন্ধারে
আমি উদভ্রান্ত চটুল
জীবনের বাঁকে বাঁকে বেদনার জ্বালামুখ
তবুও আন্ধার পথে
জোনাকির রূপে ঘুরে মরি
বিশ্বাসহীনতার মাঝে খুঁজে ফিরি,
শ্বাশ্বত জীবনবোধ।
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন