আবদুল বাসিত মোহাম্মদ
বসন্তের টুনটুনি গো, উঁইয়ের লোভে দোয়াঙের শিকার
আঁটা লাগানো ফাঁদে পা দিলেই জীবন নাশ
একটি পরেই ছুরি গ’লে মৃত্যু, তারপর ভাজা, শিকারীর উদরে
শেষ ঠিকানা;
এভাবেই বসন্তের টুনটুনিরা পরাজিত হয় জীবন সংগ্রামে।
আকাশে মেঘ দেখেই মিঠা পানির রূপালী মাছ সাঁতরায়
বড়শির কাঁটায় লোভনীয় খাদ্য দিয়ে শিকারী বসে থাকে
চকুটের দিকে ধ্যানমগ্ন যোগীর মতো তাকিয়ে
লোভের মোহে মাছ হা করে, গিলে, আর যায় কোথায়!
একেবারে ডাঙায়, মৃত্যুর কাছে পরাস্ত।
শান্ত জীবনের পরাজয় এভাবেই ঘটে মানুষের বেলায়
লোভী বসন্তের কোকিল গান করে রাত-বিরাতে
প্রেম অশান্ত করে তোলে মন, ঘুম ভাঙে প্রেমিক মনের
সারা রাত কাটে দুর্দান্ত যন্ত্রণায়, ভোরে কোকিল পালায়!
বসন্তের টুনটুনি গো, ফাঁদে পা দিও না
খাদ্য সাঁটানো ফাঁদ দেখতে খুব সুন্দর দেখায়।
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন