আবদুর রহমান খোকন
প্রণয়ের কপাট খুলে
দূরের ছায়া কাছে এসে দাঁড়ায় ।
বিমূর্ত ভাবনাগুলো ঝেড়ে ফেলে
চোখের হাসিতে দোলে
ষোলকলায় পূর্ণ কোন এক যুবতী
একাকী কথার ছলে -
স্বতঃস্ফূর্ত হাসিতে রাঙিয়ে দিই
আগুনের সমস্ত শরীর
কল্পনার জাল বুনে
শূন্যে ভর দিয়ে ছুটে চলি
দূর দিগন্তে...
আসমুদ্র চোখের জলে সাঁতার কাটতে গিয়ে
ভুলে যাই পতঙ্গের কথা!
তবু আগুনকে ভালোবাসি পরম বিশ্বাসে।
আগুনখেলা পতঙ্গের স্বভাব
ভয়ঙ্কর
প্রেমিক
হতে
হলে
পাগল হতে হয়, তারপর ভালোবাসা
মোহ কেটে গেলে -
আগুন হয়ে যায় অন্য কেউ,
অন্য একজন
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন