রবিবার, ৭ নভেম্বর, ২০১০

কবিতা >> বিচ্ছিন্নতাবোধ : আহমদ আফরোজ

বিচ্ছিন্নতাবোধ

আহমদ আফরোজ

কারো কথাই আমি রাখবো না, অন্তত গুপ্তহত্যা
মৃত্যুর ন্যায় নির্দেশনা হবে তো রাখবো কী করে?
জানি আমার পথের তরঙ্গ কানে বাজে না
আমি কারো উত্তরসূরি নই যে, বধিরতা আমার উত্তরাধিকার হবে

আমি তোমাদের পুরনো চিন্তা, হিতোপদেশ পঁচিশ বছর
পেছনে রেখে নিষিদ্ধ পথে চলেছি। নিষেধ মানেই
রহস্যের লুকোচুরি। খালুই ভরে যে সকল স্বপ্ন
তোমরা ঘরে নিয়ে আসো আমি সেগুলো চুরি করে
ইথারে ছেড়ে দিই, কারণ আমার কোনো ঘর আছে আমি
বিশ্বাস করি না।

আমি শুধু এটুকুই জানি, কাঠকুড়ুনি এক মেয়ে
একদিন আমার মা হলো, নাড়ি কাটার সাথে সাথে
তার সঙ্গেও আমার সম্পর্কও ছিন্ন হলো
এরপর নিতান্ত প্রয়োজনবোধে
অনেকেই আগলে রাখার চেষ্টা করেছেন, আমি কারো
কথাই রাখিনি; কারণ সবার কথার মাঝে
গুপ্তহত্যা মৃত্যুর ঘ্রাণ ছিলো।

>> পথিক ১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন