প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক বচন...
রূপকথার রাজাদের কত অদ্ভুত খেয়াল থাকে। তেমনি এক রাজার একবার খেয়াল হলো রাজবাড়ির সামনে একটি দুধের পুকুর তৈরির। সভাসদদের সাথে এ নিয়ে পরামর্শও করলেন। বিশাল এক পুকুর কাটা হলো। ঠিক হলো রাজ্যের সকল প্রজা রোজ রাতে এক ঘটি করে দুধ সেই পুকুরে ঢেলে আসবে।
সেদিন সকালে রাজা তার দুধের পুকুর দেখতে গেলেন। পুকুরের কোথাও দুধের চিহ্নমাত্র নেই, টলটলে জলে টইটম্বুর পুকুর। রাজা তো মহাখাপ্পা। উজিরকে দায়িত্ব দিলেন এর কারণ খুঁজে বের করার। অনুসন্ধানে দেখা গেলো যে পুকুরে কেউই দুধ ঢালেনি। সবাই ভেবেছে অন্যেরা তো দুধই দেবে তা আমি একঘটি জল দিলে আর কীইবা হবে। ঐ এক ঘটি জল-এক ঘটি জল মিলে পুরো পুকুরটাই জলের পুকুরে পরিণত হয়।
ছেলেবেলায় শোনা একটা গল্প। রূপকথার এই গল্পটা শুধু গল্প হয়ে বইয়ে বন্দি থাকেনি। বাস্তবেও এর রূপছায়া মেলে। যা খুঁজে পেতে খুব কষ্ট হবারও কথা নয়। আমরা যদি নিজেদের দিকে তাকাই তবে নিজেদের ভেতরেই খুঁজে পাবো সেইসব প্রজাদের, যারা সবাই দুধের পরিবর্তে প্রতিনিয়ত জল ঢেলে চলেছি। টলটলে স্বচ্ছ জল। তাই আর দুধের পুকুর তৈরি হয়না ...
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন