পহেলী দে
শেষ রাতে বৃষ্টি আসে
বহুদিন পর মৃত্তিকার সঙ্গে মেঘের দেখা
পরষ্পরের বাহু বন্ধনে বন্দি
উদগ্রীব অস্থির দুটো প্রাণ
তখন আমাদের অবস্থায় ছিল ছোট একটা
মাটির ঘরের মেঝেতে পাতানো চৌকিতে
ঘরময় অন্ধকার, দরজার ওপাশের পর্দা
ঝড়ো হাওয়ায় উড়ে ঘরের আড়াল তুলে দেয়।
অল্প আলোতে পিদিমটা ধপধপ করে জ্বলে উঠে,
তুমি আমি ছাড়া তক্তপোষে আরও
দুটো জিনিষের অস্তিত্ব টের পাই,
কিছু কবিতার কাগজ, কয়েকটা গল্পের পাতা।
কতগুলো প্রিয় বস্তু আমাদের
বাইরে প্রচণ্ড রকম বৃষ্টির শব্দ, বিদ্যুতের ঝলকানি
সেতুবন্ধন করে দুটো তপ্ত হৃদয়ের অচেনা রাজ্যে।
আমি আছড়ে পড়ি তোমার বক্ষছত্রে
কান পেতে শুনি প্রবল গতিবেগে
দ্বিগুণ উচ্ছ্বাসে ধেয়ে আসছে আরেকটা ঝড়।
শ্বাসটা তখন স্বাভাবিকের চেয়ে
অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে,
গভীর এক নেশায় চোখের পাতা মুদে আসে
তারপরের দৃশ্য আর মনে নেই।
>> পথিক ১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন