সোমবার, ৮ নভেম্বর, ২০১০

কবিতা >> মোৎসার্ট : ইমতে আহসান শিলু

মোৎসার্ট

ইমতে আহসান শিলু

যখন তোমার
নিঃশ্বাসের খুব কাছে এসে
দাঁড়ালাম
তুমি বুকের চাঁদকে ঢাকলে
মেঘের ধূসর ওড়নায়
দ্রুত হাতে খুলে ফেললে
অতঃপর
দ্বিধা, দ্বন্দ্ব আর
সংস্কারের বদ্ধ জিপার
টুকরো টুকরো জ্যোৎস্নায়
পারদের মতো গলে পড়লো
আমাদের যুগল শিল্পের নির্যাস
অতঃপর
আমরা সমর্পিত হলাম
ধ্বংস ও সৃষ্টির
মোৎসার্টের ঐক্যতানে।
 
>> পথিক ১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন