মুস্তাক আহমদ
কবি চায় দিন-রাত বৃষ্টি থাকুক
ঘরের টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দে
কবি কান পেতে শুনে তার প্রিয়ার নূপুর।
রৌদ্রের দিন উঠে -
কবির দু’ চোখ বেয়ে বিরহের ঘাম ঝরে
কবি চায় শীতলা দুপুর।
কবি নির্জনতা চায়, চায় নীরবতা
অরণ্যের পথ ধরে কবি হাঁটে
হাঁটে আর খুঁজে তার - প্রেম
কবি যুমনাতে যায়, কদমের তলে বসে
আর ভাবে -
সব প্রেম নিয়ে গেছে
- রাধা আর শ্যাম।
>> পথিক ১৮
সুন্দর হয়েছে । কবিকে শুভেচ্ছা ।
উত্তরমুছুন