রবিবার, ৭ নভেম্বর, ২০১০

কবিতা >> যদিও আলো এখনও সবটুকু নিভে আসেনি : তারিফ উল হক

যদিও আলো এখনও সবটুকু নিভে আসেনি

তারিফ উল হক

তোমার চোখের কাছে ছাড়া
আর কারও কাছে পরাজিত নই
নিষ্ঠুর সমস্ত শহর কুয়াশায় ভেজা
ভেজা কাকের মতন
এই আলো-ছায়ার আঁচলে
সিগ্রেট হাতে নিঃসঙ্গ
আমার মাটির হৃদয়
কিংবা অনবরত কোন অবোধ্য কবিতার পাতা
তোমার চিবুক আর ডান হাতের
আমার আঙুলে।

এই আড়ালগুলো
কোন সত্যকে যারা ঢাকতে পারেনি আজো
তবু সমস্ত অস্তিত্ব
কোন এক বন্ধ্যা কাকের মত
ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যায়।

চোরাবালির পথগুলো
মাইলের পর মাইল কবিতা
কত চলে যাওয়া  কত তাকিয়ে থাকার
চোখের ক্যানভাস জুড়ে
কী নির্মম সেই দৃশ্যপট-তবু তাকিয়ে থাকার।

>> পথিক ১৮

1 টি মন্তব্য:

  1. প্রিয় টিপু ভাই
    লেখা পাঠাতে চাই প্লিজ আপনা দের email address জানিয়ে mail করুন tarifhaque2100@live.com এ.........

    উত্তরমুছুন