প্রতীক্ষার হিমালয় ছোঁয়ার আগে
উদয় শংকর দুর্জয়
তুমি রঙ চুরি করে গায়ে মেখে নিলে।সদ্য জলধারা অরণ্য আকাশ
কি ছিলো না আমাতে? বিস্তীর্ণ বেলাভূমির মত
এই বুকের পাটাতন।
প্রতীক্ষার হিমালয় ছুঁয়ে দেখার আগেই
অতল স্পর্শের সন্ধানে বেমালুম ভুলে যাওয়া
সে নির্লিপ্ত চোখ। আমারও তো ছিল
এই গ্রহে আবহে এক খণ্ড জমি।
কী আলো ছায়া বুকে টেনে; চেয়েছিলে নির্বাসন
প্রেম থেকে নাকি প্রেমে থেকে।
এখানেই তো ছিল জ্যোৎস্নাধারা অবিরাম
প্রাণের বিপুল বৈভব হৃদ উচ্ছ্বাস।
আজও আছে শুভ্র ভোর
চিলেকোঠায় রোদ্দুর পেয়ালা।
লন্ডন, যুক্তরাজ্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন