শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> আরও আলো চাই : হাসান চিশতী

আরও আলো চাই

হাসান চিশতী

চোখ খুললেই দেখি 
অন্ধকার চারদিকে
রক্তিম খেলা সারাক্ষণ
স্বার্থের শ্মশানে অকাল মৃত্যু
জীবন্ত হৃদয়েরা সব
হাহাকারে পূর্ণ- আর্ত চিৎকার
তুমি-তুমি-তুমি
একটু ভালোবেসে 
শান্তি দাও, শান্তি দাও
প্রেম!

সেই চোখ 
বন্ধ করলে আসে আলো
সব আলো তোমারই
পুরনো পবিত্র পোশাক পরে
আমার গায়ে।

এতো আলো কোথায় পেলে
তুমি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন