শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> ছায়াসংক্রান্ত : তানভীর আহমেদ হৃদয়

ছায়াসংক্রান্ত

তানভীর আহমেদ হৃদয়

শরীরের ছায়াকে কে আর কবে দেহের সাথে
গোপন ইচ্ছের মত বাঁধতে পেরেছে বলো?

যথাযোগ্য অপমান খুব বেশি প্রগাঢ় হলে 
শারীরিক ছায়াও একদিন তার সাথে দীর্ঘতর হয়।

এ আকাশ কবেই বা তার ছায়া দিয়ে মানুষের 
আব্রুকে ঢাকতে পেরেছিল!
কেবলই জিজ্ঞাসা আর অমানবিকতার চোখে বালি

রঙ মেখে, ছায়াও চিরকাল দূরে থেকেছে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন