শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> সূর্যেরও আসে যদি ঘুম : মেকদাদ মেঘ

সূর্যেরও আসে যদি ঘুম

মেকদাদ মেঘ

কেউই কাউকে অতি সহজে ভুলতে পারে না
ধর্মের পোশাক যদি জন্মগতভাবে পরিধান করে কেউ
আদিম বিশ্বাসে 
ঈশ্বরকে ভুলতেও যুক্তির সময় বয়ে যায়
পরিচিত সামাজিক অন্ধকার গর্ত থেকে 
মুক্তির নেশায় আপন সাগরে উঠে জোয়ার জৌলুস,

কাউকে কেউই সহজে ভুলতে পারছে না
স্মৃতির চাকায় যতোই থাকুক মরিচার রোগ
অ্যালুমিনিয়াম আস্তরণ দেয় ঘটনার আয়োজনে
ঠিক তখনও অনেকেই 
স্মরণের কথা ভাবে প্রাণসন্ধ্যা সূর্যমুখী দিনের ঘূর্ণনে 
সেও বুঝি? স্মৃতির উনুনে পেছনে তাকায়
ভুলতেই পারছিনে এই সব মোরগসকাল
কাকের দুপুর, ভাটিপুত্র, ভাটিকন্যা, পাহাড়ের রূপকথা
শাহিদার মুখ।

মনোবনে ভেসে উঠে চন্দ্রের ত্রিভুজ
চন্দ্রাণুর সাত রূপ সঙ্গী হয়ে যায়,

বন্ধু নামে অবন্ধুর যাতনাও 
যথাÑপ্রকাশিত শত্রুজন মুখোশের মিত্র চোর
তাদেরকে ভুলতেও
অন্তত ভাবনা, ভাবনার বাতিঘরে
আমাকে ত্রিশূলে বিদ্ধ করে 
অন্য কেউ তলোয়ারে দাগ কেটে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন