শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> কী আশায় : পদ্মনাভ অধিকারী

কী আশায়

পদ্মনাভ অধিকারী

উত্তরে দখিনে দু’ হাওয়ার কালো-সাদা দুই পাখি
কী আনন্দে দু’ ডানায় হাওয়া কেটে কেটে 
শীতলক্ষ্যা-পদ্মা, পশুর-রূপসা 
পাড়ি দিয়ে এ পুণ্যভূমি যশোরে, 
শরৎ থেকে হেমন্তে কী মায়ায় ডানা ঝাপটে
ঘুরে ফেরে এ সীমার অবয়ব জুড়ে! 
ঘোরের ভ্রমে নয়তো-মিষ্টি জল হাওয়া 
কিংবা অন্য কোনো স্বপ্নগন্ধী পরিচয়ের আঙিনা জুড়ে 
থেকে কিংবা রেখে যেতে চায় স্মৃতির মিনার, 
অথবা নিয়ে যেতে চায় হৃদ ভূমি উর্বরা করা 
কোনো অজৈব জারন ক্রিয়ার জারক, যা 
দীর্ঘদিন রাখবে সজীব-হৃদ জমিনের 
উর্বরা শক্তি ও ভক্তি, হয়তো সে আশায় 
কিংবাা ঘুরে ফেরে পাখি অন্য কোনো ঠিকানা-ঠাঁইয়ের 

স্বপ্ন পূরাতে ডানা ঝাপটে রাত্রিদিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন