শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> করাত : বাপী ভট্টাচার্য

করাত

বাপী ভট্টাচার্য

এই ভর দুপুরে একটা গাছের ছায়ায় দাঁড়াতে হবে
ভেবে, দাঁড়াতে গিয়ে দেখি গাছ নেই।
ধুলো উড়ছে বাতাসে। ধুলোর গন্ধ নেই 
ভিতর ভিতর বুকের ভিতর
ধূসর হয়ে যাচ্ছে সময়
বিশ্বাস করুন।

রাতের পর রাত বিনিদ্র শয্যায় শুইয়ে 
চিন্তা যদি যদি আপনাকে দিই
কেমন হবে ভেবে দেখুন
যে শূন্যতা, হতাশা বিরাজ করছে
ভিতর ভিতর বুকের ভিতর অনুভব করে দেখুন
যেমন দু’ দিকে কাটছে করাত। 


আগরতলা, ত্রিপুরা, ভারত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন