শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> তালাক, পাঁজরবারান্দায় : নূর নিহাল

তালাক, পাঁজরবারান্দায়

নূর নিহাল

অনাথ অবহেলায় আস্তাকুঁড়ে ছুঁড়ে
লুকোচুরিবাজি করো না আর...
বহুরূপী রূপকথার নকশীস্মৃতি 
সেঁটে দিও না নষ্টামীর বর্ণিল কাঁথায়
যুগের যমদূত হয়ে কৃষ্ণদেহে রাধা কলঙ্ক
জগত জমিন নাচাবে জানি, গহীনে নাচাবে তুমুল।
অতঃপর প্রেম জ্জ
কালের কালিমা ছুঁয়ে অকাল জোছনা হয়ে
পড়ে থাক পাঁজরবারান্দায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন