শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> আলোছায়া : আবদুল বাসিত মোহাম্মদ

আলোছায়া

আবদুল বাসিত মোহাম্মদ

একটু আদর, একটু সোহাগ
আয়ু বাড়ায়; বিজ্ঞানীরা বলেন -
ভালোবাসা নাকি পরশপাথর!
কিংবা চুম্বকখ-, টানে নিজস্ব খেয়ালে
বুকে বুক, হাতে হাত, ঠোঁটে ঠোঁট
পাখিদের মতো...
সাকিদের মতো...
নদ-নদীর মতো...
নিউটনের সূত্রে আজো পৃথিবী হাঁটে দৌড়ায়।

আমার কাছে তুমি লোহা; চুম্বকখণ্ড এক 
টানা টানা চোখে, পিঠে আর বুকে অনন্যা
ললনার ঘায় আমি আহত, নিহতের আর কতো দেরি?

সোহাগে সোহাগে একদিন ভেসে যাবে লাশ
সলিল সমাধির পথে, এমন খবর...
কতো আর কানে মানবে বলো?

তুলি হাতে শিল্পী আর
কলম হাতে কবি
এমনই পটুয়া আঁকে নানান ছবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন