শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> কবি ও কমরেড : জাবেদ ভূঁইয়া

কবি ও কমরেড

জাবেদ ভূঁইয়া

এক বিপ্লবী দেখুন, সে রাষ্ট্রদ্রোহী
সরকারের সমালোচনা, রাষ্ট্র-দ্রোহের সমান।
ব্যর্থ অনুসন্ধান করে তাকে খুঁজে পাবে না
সে বৃক্ষের আড়ালে যায়নি -
মিছিলে খোঁজো, দেখো পেতে পারো লিকলিকে শরীর
লুকানোর জন্য কোনো গুহা খনন করেনি সে
খুঁজেনি পর্বত-পাহাড়
শুধু রাজপথে দাঁড়িয়ে থেকে 
মুখোশের নগ্ন দৃশ্য দেখে 
প্রকাশ্য থু-থু বাতাসের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।
শহরের কুলাঙ্গার যারা, তারা জানেন -
সে কতটা বেয়াদব। গোলামিতে পোষে না তার,
তাই রহমতের রাত-বিরাতে বঞ্চিত পথিক,
ভীষণ যোদ্ধা, যদিও নিঃস্ব সে, তবুও সাহসী,
তোমাদের মতে হতে পারে বে-দ্বীন, নাফরমান

সে বিপ্লবী কবি ও কমরেড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন