সীমান্তে
অজয় দেব
এতো ভাবতে কবে শিখেছিমনের গহীনে আষ্টেপৃষ্ঠে রাখা কথা
কেনো নীরবে এতো সুর তোলে।
জীবনের এতো পরীক্ষার পড়া
মুখস্থ করতে পারিনি কখনো কোনোদিন।
দুই একটা প্রশ্নের উত্তর কখনোই
কোনো পরীক্ষায় দিতে পারিনি।
অথচ সেই প্রিয় মুখ কত মুখস্ত।
এখনো প্রতি রাতে চোখজোড়া বন্ধ করলে
রাতের আহ্বানে চোখের পাতায় জল ছবিতে
ভেসে ওঠে সেই মুখ।
এতো ভাবতে চাইনা, এতো নির্ঘুম রাত স্মৃতির
পটে জড়ো হোক তা চাইনা,
যদিও স্মৃতিই এই জীবনটাকে আঁকড়ে ধরেছে
যা নিয়েই জীবন বাঁচার স্বপ্ন দেখে।
সেদিনও সীমান্তে দাঁড়িয়ে অপলকে
তোমাকে দেখতে চেয়েছি প্রিয় বাংলাদেশ
অনেক দূর আমি দেখেছি
তোমার মাটির গন্ধ আমি পেয়েছি।
সবুজ প্রান্তরের মত তোমার শাড়ির
আঁচল উড়তে দেখেছি হাত বাড়িয়েছি কতোবার
তবুও স্পর্শ করতে পারিনি।
কতবার মৃত্যু আমাকে তাড়া করেছে
কাঁটাতারে শার্ট ছিঁড়েছে, পাঁজরের এক পাশে
আঁচড় লেগেছে।
তবুও এতো ভাবতে ভালো লাগে
সেইবারের মত অচেনা পথে হাঁটতে ভীষণ ইচ্ছে করে
তারপর প্রশ্নেরা তাড়া করে ‘এতো ভাবতে শিখেছি’ তোমাকে।
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন