শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> এই কবিতা বেহুলার জন্য : আবদুল্লাহ শওকত

এই কবিতা বেহুলার জন্য

আবদুল্লাহ শওকত

আমিও এক ভরা পূর্ণিমায় গৃহত্যগ করেছিলাম
সম্মুখ দরজা খোলা রেখে
গৃহে ছিলো মূল্যবান রতœরাজি
শয্যায় রূপবতী প্রিয়তমা...
লোভী তস্করের দল তখনো অপেক্ষায় ছিলো
কিছু দূর যাওয়ার পর শুনেছিলাম
দ্বাররক্ষীর মরণ চিৎকার
আমার প্রিয়তমার ভয়ার্ত স্বর...
না, আমি ফিরে যাইনি। 

তখন রাত্রি দ্বিপ্রহর-
আমি ক্রমশ শহরের দিকে যাচ্ছিলাম
বহুমূল্য কটিদেশের অলঙ্কার-
ছুঁড়ে দিয়েছিলাম ক্ষুধার্ত গণিকাকে
না, আমি দাতা নই।
সেই গণিকার চোখেই দেখেছিলাম 
অবারিত প্রশান্তির প্রহেলিকা। 

শহর পেরিয়ে এলাম বিস্তৃত প্রান্তরে
ঘুমিয়ে পড়েছিলাম ঘাসের চাদরে
সেখানে আমাকে কেটেছিলো বিষধর সর্প
আমি কি তবে লখিন্দর...?
না, আমার বেহুলা এখন তস্করের 
লোভী বাহুডোরে আবদ্ধ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন