শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

কবিতা >> ফ্যাটুলের জন্য আরেকটি : মলয় রায়চৌধুরী

ফ্যাটুলের জন্য আরেকটি

মলয় রায়চৌধুরী


আমি যেটুকু জানি
যে-ছন্দে ফ্যাটুল ধোঁয়ার ঢঙে নাচতে-নাচতে ক্ষয়ে-ক্ষয়ে ক্ষুদ্র হবার মজা লুটছেন
শিশুর আঁকা মুখের মানুষদের জুলুসে নিজের মিথ্যা নিজে শোনার আনন্দে
বুঝতে পারলেন যে পূর্বপুরুষ নেই বটে তবু তো উত্তরাধিকার বর্তেছে
তাহলে এতরকম পাখি আকাশে ওড়ে তবু হাওয়ায় কেন দাগ পড়ে না

আমি যেটুকু জানি
চটকল মজুরের মাথায় ফেঁসোর ঝিকমিকে রোদের জ্যোতি নিয়ে ফ্যাটুল
বালিশ-নাভি প্রেমিকার অনুবাদের অযোগ্য জবাবদিহি কী করে বুঝবেন বলো
মগজে এত বেশি জিভ নড়ছিল যে পোড়ামাটির বোরখা-পরা অতীতে
গুনে দেখছিলেন মিশর-গ্রিক-সিন্ধু-অ্যাজটেক সভ্যতায় কজন কবি টিকলো

আমি যেটুকু জানি
ফ্যাটুল গেলে যাঁদের বাড়ি অভিশাপমুক্ত হয় তাঁদের ওরাংওটাং স্বরলিপি
প্রত্নতাত্ত্বিকের হাড়ের তৈরি ওঝার ফুঁককাঠি দেখে নিজেই গাইতে থাকে
ও হো হো সবার মুখে ভ্রুকুটি ফুটিয়ে তুলতে ওস্তাদ ওই বদমেজাজি ঝিনচাক
প্রথমে জামা তারপর প্যান্টুল তারপর হাত-পা আর মাথা খুলে ফেলে দিলেন

মুম্বাই, ভারত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন